রোহিঙ্গা শিবিরে ইয়াবাসহ ৪ যুবক আটক

উখিয়া প্রতিনিধি •


কক্সবাজারের উখিয়ায় সাড়ে ৫ শ ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লম্বাশিয়া ক্যাম্পের ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ১ ডব্লিঊ রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহাম্মদের ছেলে আবদুল্লাহ (২২), ইলিয়াসের ছেলে ফয়সাল (২২), আবুল বশরের ছেলে সব্বির (২১), নুর মোহাম্মদের ছেলে হামিদ (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

তিনি বলেন, ব্লক মাঝি সামসু আলমের বাড়ির পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৫ শ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবসহ ৪ রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর