বজ্রপাতে বেড়াতে আসা দুই রোহিঙ্গা যুবকের মৃত্যু: গুরুতর আহত ৩

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে বেড়াতে আসা দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ১৭ এর এইচ/১০৪ সাব ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গা হলেন, ক্যাম্প ৮ এর মোঃ হারেজ ও ক্যাম্প-২ ওয়েষ্ট ডি ৪ ব্লকের নাজমুল হাসান। তারা দুজনই ক্যাম্প-১৭ এর ব্লক এইচ-১০৪ এর বাসিন্দা মোঃ হাকিমের পুত্র মোঃ আবদু সালামের বাড়িতে বেড়াতে আসছিলো। সেখানে রাতযাপনের পর সকালে যখন ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছিল, তখন বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হন দুই তারা। এ সময় বজ্রপাত হলে মৃত্যু হয় তাদের।

বজ্রপাতে মোঃ সালামসহ তার দুই মেয়ে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েষ্ট এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

১৪ এপিবিএন অধিনায়ক নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছিল, তখন  বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হলে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরও খবর