কক্সবাজারে করোনায় ২ জনের মৃত্যু : নতুন শনাক্ত ৫০, সুস্থ ১২৮ জন

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এখন দিন দিন বেশ উন্নতির দিকে যাচ্ছে।

জেলায় শনাক্ত বিবেচনায় করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর ফলে করোনা নিয়ে জেলায় কিছুটা স্বস্তির পরিবেশ বিরাজ করছে। তবে ২৪ ঘন্টার ব্যবধানে ২ জনের মৃত্যুও হয়েছে।

সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান কর্তৃক সর্বশেষ বুধবার (১ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ১২৮ জন সুস্থ হয়েছেন।

এছাড়া এদিন করোনায় কারো মৃত্যু হয়ছে ২ জনের।

অন্যদিকে জেলায় নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে এই ৫০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ৯ জন,উখিয়ার ১৬ জন এবং টেকনাফে ১৭ জন রয়েছেন। এর আগের দিন এ সংখ্যা ছিল ৫৬ জন।

এই পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৮১৮ জন শনাক্ত, ২০ হাজার ৩৫৪ জন সুস্থ এবং ২৬৮ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ১১১ জন, উখিয়ায় ৫২ জন,চকরিয়ায় ৩১ জন,টেকনাফে ২৯ জন,রামুতে ২২ জন,পেকুয়ায় ১১ জন, মহেশখালীতে ৬ জন এবং কুতুবদিয়ায় ৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৮ জন। বর্তমানে ৪৯৯ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।আর জেলায় করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৮১৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৫৪ জন।মোট মৃত্যূবরণ করেছেন ৩০ রোহিঙ্গাসহ ২৬৮ জন। রোহিঙ্গা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩১ জন। এর মধ্যে উখিয়ায় ২ হাজার ৪২৭ জন এবং টেকনাফে ৬০৪ জন।

আরও খবর