উখিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১ সেপ্টেম্বর বুধবার বিকাল পৌনে ৪ টায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকত মাদক কারবারী নুর বেগম (৩৯) উখিয়ার তেলখোলা মাইজ্যাবিল এলাকার মৃত দানু মিয়া’র স্ত্রী ।

উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ এর সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল পৌনে ৪টায় উখিয়ার ২নং রত্নাপালং ইউপিস্থ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর পুলিশের একটি দল অভিযান চালায়।

এসময় উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে তল্লাশী চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ নুর বেগমকে গ্রেফ্তার করা হয়।

তিনি আরও জানান,ইয়াবা উদ্ধারের ঘটনায় নুর বেগম এর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা করা হয়েছে।

আরও খবর