২ কেজি গাঁজাসহ পুলিশ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট •

হবিগঞ্জের মাধবপুরে দুই কেজি গাঁজাসহ মনির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মনির হোসেন মাধবপুর থানায় কর্মরত ছিলেন।

মনিরের সঙ্গে তার আরেক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহসিন আল মুরাদ বাংলানিউজকে জানান, সোমবার রাতে মনতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দুই কেজি গাঁজাসহ কনস্টেবল মনির ও তার সহযোগীকে গ্রেফতার করে।

মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, দুই কেজি গাঁজাসহ গ্রেফতারের পর কনস্টেবল মনিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর