সিএনজি এয়ার ক্লিনার বক্সের ভেতর ৭০ হাজার ইয়াবা: মরিচ্যা চেকপোস্টে যুবক আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারে বিজিবি অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ এক সিএনজি চালক মাদক পাচারকারীকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

৩১ আগষ্ট (মঙ্গলবার) মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ চালককে আটক করা হয়।

আটককৃত সিএনজি চালক হল, টেকনাফের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দার আব্দুল হামিদের ছেলে আবুল হোসেন (২০)।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক বলেন, গোপন সংবাদে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারগামী একটি সিএনজি দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হবে সংবাদে ভিত্তিতে মরিচ্যা বাজার এবং মরিচ্যা চেকপোষ্টে নিয়মিত তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। পরে মরিচ্যা বাজারে একটি সিএনজি সন্দেহ হলে সিএনজিটি তল্লাশীর জন্য মরিচ্যা চেকপোষ্টে নিয়ে আসা হয়।

পরবর্তীতে সিএনজি চালক আবুল হোসেন ইয়াবা পাচারের বিষয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন সিএনজির মালিক মোঃ আবদুর রশিদ সকালে তাকে সিএনজি মেরামতের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে পাঠানো হয়। সিএনজির মালিক একজন রোহিঙ্গা এবং ইয়াবা ব্যবসায়ী।

তিনি আরও বলেন, পরবর্তীতে সিএনজিটি তল্লাশী করে সিএনজির ইঞ্জিন বক্সের ভিতরে যাত্রী সিটের নীচে এবং এয়ারক্লীনার বক্সের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামী ও সিএনজি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি এই কর্মকর্তা।

আরও খবর