যাত্রীবেশে ইয়াবা পাচার করতে গিয়ে রামুর জাহেদুল আটক!

চট্টগ্রাম •


চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম খোকন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা।

সোমবার (৩০ আগস্ট) ভোররাতে দক্ষিণ গাছবাড়িয়া বুলারতালুক পেট্টোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।

গ্রেপ্তার জাহেদুল ইসলাম খোকন কক্সবাজার রামুর খুনিয়া পালং এলাকার তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন আনোয়ারুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।

তিনি বলেন, দক্ষিণ গাছবাড়িয়া বুলারতালুক পেট্টোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা।

আরও খবর