কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সারাদেশে পাচার!

অনলাইন ডেস্ক •

যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় মো. এনায়েত হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে মহাসড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর মো. নাজমুস সাকিব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি এক ব্যক্তি যাত্রী বেসে ইয়াবা নিয়ে বাসে করে রাজশাহীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে মাছরাঙ্গা পরিবহনের বাস এসে পৌঁছালে সেটিকে থামার সিগন্যাল দেওয়া হয়। এসময় এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার এনায়েত জানিয়েছেন তিনি ২৭ হাজার ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসেছেন। লকডাউনের সময় এই ইয়াবাগুলো কক্সবাজারে রাখা ছিল। সেগুলো এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হচ্ছে।

এনায়েত হোসেনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর