প্রাইভেট কারের টায়ারে লুকানো বিপুল পরিমানে ইয়াবা, কক্সবাজারের রহিম আটক

জাহেদ হাসান •


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ৫ নং ওয়ার্ডের বাংলাদেশ- মায়ানমার মৈত্রী সড়ক সংলগ্ন বেতবুনিয়া বাজার রাস্তার প্রবেশ মুখে অভিযান চালিয়ে প্রাইভেট কারের চাকার ভিতর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

এসময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার, (PROBOX) রেজি নং- চট্ট-মেট্রো-গ-১২-৪৭৬১,জব্দ করা হয়,যার মুল্য অনুমানিক ১০ লক্ষ টাকা।

শুক্রবার (২৭ আগস্ট)সকাল সোয়া ৭ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইন্চার্জ পরিদর্শক(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন এর তত্ত্ববধানে এসআই(নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘুমধুমের বাংলাদেশ- মায়ানমার মৈত্রী সড়কের বেতবুনিয়া বাজার রাস্তার প্রবেশ মুখে নুরুল আলমের গ্যারেজের সামনের রাস্তার উপর কক্সবাজার মুখী একটি প্রাইভেট কার তল্লাশী করে গাড়ির চাকার ভিতরে অভিনব কায়দায় লোকানো ৮৯ হাজার ৬ শত পিস ইয়াবা সহ গাড়ির চালক কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইসলাম পুরের ছৈয়দ আহমদ এর ছেলে আব্দুর রহিম (৫৭)কে আটক করেছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর