টেকনাফে ৫০ হাজার উদ্ধার: পলাতক আসামি লম্বা জালালসহ ৫ মাদক কারবারি

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। উক্ত অভিযানে কোন মাদক কারবারী আটক করতে পারেনি পুলিশ।

তবে উদ্ধারকৃত ইয়াবার চালানটির সাথে জড়িত থাকার অপরাধে শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার চিহ্নিত মাদক কারবারী জালাল উদ্দিন প্রকাশ লম্বা জালালসহ ৫ মাদক কারবারীকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার একটি চালান সাবরাং ইউপি ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকা দিয়ে প্রবেশ করবে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরের দিকে এসআই সজীবের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া নাফনদী সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যায়। এরপর অভিযানিক দল ঘটনাস্থল তল্লাশী করে বস্তাভর্তী ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে গোপন সূত্রে তথ্য নিয়ে জানতে পারে উদ্ধার হওয়া ইয়াবার চালানটির সাথে জড়িত শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার মৃত জালাল আহাম্মদ’র পুত্র জালাল উদ্দিন প্রকাশ (লম্বা জালাল), নুরুল আলমের পুত্র এনায়েতউল্লাহ, মো.হোছনের পুত্র ফজল করিম ও টেকনাফ সদর ইউপি ১নং ওয়ার্ড হাবিরছড়া এলাকার চিহ্নিত দুই মাদক কারবারী।

এদিকে, ৫ জন মাদক কারবারীকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর