গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ সাগর উপকূলে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান উদ্ধার করেছে টেকনাফ ডিএনসি অফিসে কর্মরত সদস্যরা।
তথ্য সূত্রে জানাযায়, ইয়াবা পাচারে ব্যবহার হওয়া একটি ফিশিং ট্রলার থেকে ২ লাখ ৫০ হাজার ইয়াবার এই চালানটি জব্দ করতে সক্ষম হয়।
তবে এসময় উদ্ধারকৃত ইয়াবার চালানটির সাথে জড়িত কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি তারা।
২৫ আগস্ট (বুধবার) সন্ধ্যার দিকে টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া মেরিন ড্রাইভ সাগর উপকূল এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দায়িত্বরত ইনচার্জ সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা জানান, ইয়াবা পাচারে জড়িত মাদক কারবারিরা মিয়ানমার থেকে নিয়ে আসা বড় একটি ইয়াবা চালান খালাস করার গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যদের একটি দল নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উপকূলে নোঙ্গর করে রাখা একটি ফিশিং ট্রলার থেকে বস্তাভর্তী দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন মাদক পাচারে জড়িত অপরাধীরা অভিযানের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
তবে উদ্ধার হওয়া ইয়াবার চালানটির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতাই নিয়ে আসার জন্য মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-