গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামে গাছ কাটাতে গিয়ে বিদ্যুতের মেইন লাইনের ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে হাফেজ সোহেল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
নিহত যুবক হাফেজ মোহাম্মদ সোহেল (৩২)। তিনি উপজেলার কালারমারছড়ার ইউনুছখালী এলাকার মৌলানা জিয়াউল করিমের পুত্র বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, ২৫শে আগস্ট (বুধবার) বিকাল ৪ টার দিকে সোহেল তার নিজ বাড়ি ভিটের একটি গাছের ডাল কাটার জন্য গাছে উঠেন।
এ সময় কিছুটা বৃষ্টি হচ্ছিল,এক পর্যায়ে বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া বিদ্যুতের ৩৩ হাজার বােল্টেজের তারে আটকা পড়েন তিনি পরে বিদ্যুতের শর্ট লেগে গাছ থেকে নিচে পড়ে যায়।
মুমূর্য অবস্থায় পরিবারের লােকজন তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবু। বর্তমানে হাসপাতাল থেকে তার মরদেহ তার বাড়িতে আনা হচ্ছে বলে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-