আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের টেকনাফ-মেরিনড্রাইভ সড়ক এলাকায় অভিযান ৬০ হাজার ইয়াবাসহ মোঃ রফিক (১৯) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
২৪ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ রফিক টেকনাফের হাজম পাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেরিনড্রাইভ সড়কের টেকনাফ সীবিচ পয়েন্টে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আসামীর সাথে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-