রাঙামাটি প্রতিনিধি •
রাঙামাটির আরশি নগর পুলিশ ক্যাম্প থেকে জয় দে (২৩) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার দেড়শ ফুট দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত জয় দে চট্টগ্রামের রাউজান উপজেলার রঞ্জিত দে’র ছেলে। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে রোল কল করার সময় জয় দে অনুপস্থিত ছিলেন। তাকে খোঁজাখুঁজির পর ক্যাম্প থেকে দেড়শ ফুট দূরের আকাশী গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার পরিবারকে খবর দেয়া হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-