মহেশখালীতে বেড়েছে ভূমি সেবার মান!

গাজী মোহাম্মদ আবু তাহের,  মহেশখালী •

দ্বীপ উপজেলা মহেশখালীর সকল ভূমি মালিক ও সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সঠিক উপায়ে প্রদানের লক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম যোগদানের পর থেকে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে সেবার মান বৃদ্ধি পাচ্ছে।

এই কার্যক্রমকে আরাে ত্বরান্বিত করতে করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউনে অফিস বন্ধ থাকায় ও দীর্ঘদিনে জটিলতার অবসান ঘটিয়ে গত ১৯ আগস্ট বিকালে ১৬ টি ই-নামজারী জমাভাগ খতিয়ান চুড়ান্ত করে খতিয়ানের মালিকদের হাতে তুলে দেন।

খতিয়ানের মালিকদের ভূমি সংক্রান্ত ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে তাদেরকে উন্নত জাতের ১টি করে নারকেল গাছের চারা উপহারদেন সহকারী কমিশনার ভূমি।

এই সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দালাল প্রতারক থেকে দূরে থাকুন,ভূমি দস্যুদের বিরুদ্ধে সামাজিক প্রতিরােধ গড়ে তুলুন। ভূমি সংক্রান্ত যে কোন বিষয়ে সরাসরি আমাদের সাথে যােগাযােগ করুন। ঘুষ ও দালাল মুক্ত রাখতে আপনারদের সহযোগী কামনা করছি।

তিনি আরও বলেন, বর্তমানে অত্র অফিসে লোকবল কম,আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি,
আশা করি দ্রুত সময়ে শূন্য পদে লোকবল নিয়োগ হবে।

ভূমি মানুষের অমূল্য সম্পদ এ অমূল্য সম্পদ ডিজিটালাইজেশনের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা এখন সময়ের দাবি। বর্তমান সরকার ভূমি সেক্টরটিকে মানসম্মত পর্যায়ে উন্নীত করতে অনেকগুলি ইতিবাচক উদ্যোগ হাতে নিয়েছেন।

এদিকে ভূমি কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভােগান্তি ছাড়াই মহেশখালীবাসী এখন সব ধরনের ভূমি বিষয়ক সেবা পাচ্ছে । তাই সেবা গ্রহিতাদের মন থেকে ভূমি অফিস সম্পর্কে ভুল ধারণা দূর করতে নিরলস কাজ করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সেবা গ্রহিতাদের জন্য ভােগান্তি ছাড়া কাঙ্খিত সুবিধা নিশ্চিত করতে অফিসে কর্মরত সকলকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট কথা ভূমি অফিসে কোন অনিয়ম সহ্য করা হবে না। কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে নির্দেশ দেন তিনি।

অফিসের প্রবেশদ্বারের বারান্দায় লাগানাে হয়েছে(ভূমি) সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের গাইডলাইন। তারমধ্যে সিটিজেন চার্টার টাঙানাে,নামজারী জমাখারিজ ,জমা একত্রিকরণ সংক্রান্ত নিয়মাবলী এবং এসব খাতে সরকারী খরছে বিবরণও দেয়া আছে বাের্ডে ।

মহেশখালী উপজেলা (ভূমি) অফিসে নামজারী থেকে শুরু করে ভূমি সংক্রান্ত কাজে সেবা নিতে আসা মানুষগুলাে পাল্টে যাওয়া কাজের ধরণে স্বস্তি প্রকাশ করে বলেন, আগে এসব অফিসে এলে দালালরা ঘিরে ধরতাে।

এখন তাে পরিবেশই পাল্টে গেছে,ঘুষ নেই,ভােগান্তি নেই জানা গেছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল হিসেবে মহেশখালী উপজেলা (ভূমি) অফিস মহেশখালী বাসীর কাছে গ্রহণযােগ্য হয়ে উঠেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই অতিরিক্ত অর্থ ঘুষ ব্যতিত সব ধরনের ভূমি সেবা পাচ্ছে ।

আরও খবর