রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি, নিহত বেড়ে ১৩

কক্সবাজার জার্নাল ডেস্ক:


নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবিতে নিহত আরো রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ১৪ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপরদিকে, এ পর্যন্ত ১৫জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত লাশটি হলো, ভাসানচর ক্যাম্পের ৬১নং ক্লাস্টারের ফজল আহমদের ছেলে ইমাম হোসেন (১১)। বৃহস্পতিবার রাতে পুলিশ, এপিবিএন ও কোস্টগার্ড ভাসানচরের দক্ষিণ—পূর্ব কর্নারে তিন নম্বর খালেরপাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে।

এ নিয়ে লাশ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের দাফন সম্পন্ন হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, নোয়াখালী জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৩জন রোহিঙ্গার লাশের পরিচয় সনাক্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

আরও খবর