সন্দ্বীপ প্রতিনিধি •
ভাসানচর থেকে পালানো ১১ রোহিঙ্গার মরদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। সন্দ্বীপ চ্যানেল থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার সন্তোষপুর, বাউরিয়া, মগধরা ইউনিয়ন এলাকা থেকে ৭ মরদেহ উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার ডিউটি অফিসার এস আই মোহাম্মদ হাবিব লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশগুলো রোহিঙ্গাদের বলে নিশ্চিত হওয়া গেছে এবং ভাসানচর পাঠানোর জন্য লাশগুলোকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার ভাসানচর থেকে চট্টগ্রাম পালিয়ে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। এরপর এই পর্যন্ত মোট ১১ টি লাশ উদ্ধার হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-