‘এমবিবিএস ডাক্তার’ পরিচয়ে রোগী দেখছিলেন তারা

চট্টগ্রাম •

চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।

এর আগে, সোমবার রাতে নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পটিয়া উপজেলার দক্ষিণ পটিয়ার পরিমল চৌধুরীর ছেলে যীশু চৌধুরী ও মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার সুনীল চন্দ্র মজুমদারের ছেলে আশীষ মজুমদার। এর মধ্যে যীশু বর্তমানে নগরীর কোতোয়ালি থানার নন্দন কানন এলাকায় ও সুনীল পতেঙ্গা থানার মাইজপাড়া এলাকায় থাকেন।

এএসপি বলেন, মাইলের মাথা এলাকায় সিফাত মেডিকেল হল ও শাহ আব্দুল মালেক মেডিকেল নামে দুটি প্রতিষ্ঠানে চেম্বার খুলে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন দুই প্রতারক। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় চেম্বারে তল্লাশি করে বিভিন্ন ধরনের ডাক্তারি সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এএসপি আরো বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর