সন্দ্বীপ চ্যানেল থেকে ২ রোহিঙ্গার বিকৃত লাশ উদ্ধার

সন্দ্বীপ সংবাদদাতা •


সন্দ্বীপ চ্যানেল থেকে দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে গুপ্তছড়া ঘাট ও সারিকাইত ইউনিয়নের চৌকাতলী ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহমদ জানান, ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বোট ডুবে রোহিঙ্গা নিখোঁজ হওয়ার পর থেকে আমরা নদীতে তাদের সন্ধান করে চলেছি। আজ সন্দ্বীপ চ্যানেল থেকে দুই রোহিঙ্গা মহিলার বিকৃত লাশ উদ্ধার করি। লাশগুলো থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এগুলো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশ দুটি রোহিঙ্গাদের এ বিষয়ে নিশ্চিত সন্দ্বীপ থানার পুলিশ এবং কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে তাদের একজনের বয়স ২৫ এবং অন্যজন ২৮ বছর বয়সী।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ চন্দন কুমার চন্দ জানান, দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধারের বিষয়টি জেনেছি।

আরও খবর