কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজার শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাজেন (২২) নামের এক যুবক খুন হয়েছে।
সোমবার দুপুরে শহরের বৈদ্যঘোনায় জাদিপাহাড়ের সিড়িতে সাড়ে ১১টায় ওই ঘটনা ঘটে।
নিহত যুবক কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে।
এলাকাবাসী সূত্র জানায়, নিহত যুবক ইয়াবা সেবনকারী ও খুচরা ইয়াবা বিক্রেতা। এছাড়া ছিনতাইয়ের সাথে জড়িত। শহরের বৌদ্ধমন্দিরের ভেতরের উকৌশল্ল্যা বৌদ্ধ বিহার ( স্কুল) এর সমস্ত দরজা জানালা ভেঙ্গে ইয়াবা আসক্তরা স্কুলটিকে ইয়াবা সেবন ও বিকিকিনির আস্তানা বানিয়েছে। এছাড়া সেখানে প্রায়ই ছিনতাইয়ের মত ঘটনা ঘটত।
এনিয়ে প্রায় সময় ছিনতাইকারীদের ঝগড়া বিবাদ লেগেই থাকত। এমনি কোন ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সেজান নিহত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের পূর্ব মহাজের পাড়ার মাদককারবারি জাফর মেস্ত্রীর ছেলে সাইফুল ইসলাম আতিক এর মোবাইল কেড়ে নেয় ছিনতাইকারী আবু তাহের। সেই মোবাইল উদ্ধার করতে ও-ই এলাকার আবচার ড্রাইভারের ছেলে শহিদুল খবর দেয় সেজানকে। সেজান সেই মোবাইল উদ্ধার করতে আবু তাহের কাছে গেলে সেজান আর আবু তাহের কথা-কাটাকাটির এক পর্যায়ে আবু তাহের সেজানকে ছুরিকাঘাত করে পালিয় যায়।
কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝি বলেন, সেজান আমার আগের সংসারের ছেলে। সে ছোট বেলা থেকেই জাদিমোড়ায় তার মামার সাথে থাকে। যদিও তার ভরণপোষন আমি দেই কিন্তু তাঁর সাথে আমার যোগাযোগ নেই। সেজান কি করে না করে আমার জানা নেই। এ বিষয়ে যা ব্যবস্থা নেয়ার তা সেজানের মা নিবে।
কক্সবাজার সদর থানার ওসি ( তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ওই হত্যা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, এ ঘটনার প্রত্যেক্ষদর্শী একই এলাকার জনৈক খোরশেদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-