কক্সবাজার জার্নাল ডেস্ক:
রেকর্ডের পাতায় নাম লেখাতে খুব বেশি সময় নিলেন না জেডেন সিলস। ক্যারিবিয়ানদের হয়ে টেস্ট ইনিংসে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়া বোলার এখন সিলস।
ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৫ উইকেট নেওয়ার কীর্তিটি এতদিন ছিল অ্যালফ ভ্যালেন্টাইনের। ১৯৫০ সালে নিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বাঁহাতি এই স্পিনার নিয়েছিলেন ৮ উইকেট। সে সময় তার বয়স ছিল ২০ বছর ৪১ দিন। তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন সিলস।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ এক কীর্তি গড়লেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়ে তিনি ভাঙলেন ৭১ বছরের পুরনো রেকর্ড।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তিনি শুরু করেছিলেন ১৯ বছর ৩৩৬ দিন বয়সে। ২০ বছর বয়সের কমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫ উইকেটের স্বাদ পাননি আর কেউ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-