এন.এইচ নীরব •
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কক্সবাজারের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি)।
১৫ আগস্ট সকালে কক্সবাজারের লাবণী পয়েন্টে ৩৩০ পরিবার ও সীমান্ত এলাকায় ৩০টি পরিবারের মাঝে ৩৪ বিজিবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ও জাতির জনক ও তার পরিবারে নিহত সবার মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়।
এ সময় ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার (বিজিবিএম, বিপিএম), উপ-অধিনায়ক মেজর আব্দুল আজিজ ও সহকারী পরিচালক ইয়ার হোসাইন, রেজুপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী পেয়ে অসহায় মানুষের মাঝে হাসি ফুটে উঠে। এসময় প্রতিবেদকের মাধ্যমে বিজিবিকে ধন্যবাদ জানান তারা।
রেজুপাড়া এলাকার কৈথইং চাকমা জানান, বিজিবি সবসময় আমাদের পাশে থেকে বিভিন্ন সাহায্য-সহযোগিতা করে থাকে। আজকের শোক দিবসেও আমাদের সহায় হিসেবে পাশে দাঁড়িয়েছে ৩৪ বিজিবি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
এসময় স্থানীয় শিফু চাকমা জানান, আমি আমার পরিবার নিয়ে লকডাউনের কারণে কাজ না থাকায় খুব কষ্টে আছি। এক কেজি চাউল কিনতে অনেক হিমশিম খেতে হয়। এসময় বিজিবি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এমন সময় বিজিবির খাদ্য সহায়তা আমাদের অনেকটা কষ্ট লাগব হবে।
তৈয়বা বেগম জানান,আমরা এই করোনাকালিন সময়ে পরিবার পরিজন নিয়ে খাদ্য অভাবে ছিলাম। আজকে বিজিবির দেওয়া উপহার খাদ্য সামগ্রী পেয়ে খুশি।
রেজুপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল হোসেন বলেন, এই করোনাকালিন সময়ে অনেক মানুষ অসহায় জীবন যাপন করছে। অনেকের কাজ নেই। সেই কথা মাথায় রেখে আজকে জাতীয় শোক দিবসে আমরা রেজুপাড়া ক্যাম্পের ৩০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, লবণ ইত্যাদি।
এসময় ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার (বিজিবিএম, বিপিএম), জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের আওতাধীন কক্সবাজারের বিভিন্ন এলাকায় কিছু অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। সীমান্তরক্ষী বাহিনী শুধু সীমান্ত নয়, আমরা সমাজ বিনির্মানে কাজ করে আসছি। আমরা সকলের সহযোগিতা কামনা করি সবসময়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-