মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো চারজন।
রোববার সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার মৌলবিরকুম বাজার সংলগ্ন কমিশনার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের ইসমাইল হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৪২), ডুলাহাজারা ইউনিয়নের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫৪), তার স্ত্রী মধুমিতা (৪৬), কক্সবাজার ঘোনারপাড়া এলাকার প্রদীপের স্ত্রী পূর্ণিমা (৩৪), তার ছেলে স্বার্থক (৫)ও একই এলকার মৃত সঙ্করের স্ত্রী রানি রুদ্র (৬৪)। এছাড়া আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রাম যাচ্ছিল। এটি চকরিয়া পৌরসভার মৌলভীরকুম বাজার কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারায়। এসময় মাইক্রোবাসটি মহাসড়ক নিকটস্থ পুকুরে ডুবে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন, কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মৃত শংকর রুদ্রের ছেলে প্রদীপ রুদ্র (৪৬), তার মেয়ে শ্যামলী রুদ্র (৯), মানিকগঞ্জ জেলার বাবর আলী (১৭)।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ ফয়সাল হতাহতের সত্যতা নিশ্চিত করেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-