আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ায় ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এসময় কাউকে আটক করা হয়নি। তবে মাদক পাচারকারীদের সঙ্গে বিজিবির বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে কতিপয় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে।
এসময় টহলদল আত্মরক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে দুই রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পাহাড়ী গহীন জঙ্গল হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-