কক্সবাজারে গাঁজা সহ স্বামী স্ত্রী আটক

কক্সবাজার জার্নাল ডটকম •

চকরিয়ায় ২০ কেজি গাজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাত আড়াইটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার আজিজনগরে বিশেষ চেকপোষ্ট বসিয়ে এসব উদ্ধার করা হয়।

ধৃতরা হলেন, কক্সবাজার শহরের কলাতলীর আদর্শগ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মো. স্বপন (২৪) ও তার স্ত্রী জাহেদা বেগম (২১)।

র‌্যাব সূত্র জানায়, যাত্রীবাহী বাসে একটি মাদকের চালান কক্সবাজার আসছে এমন সংবাদে আজিজনগরে বিশেষ চেকপোষ্ট বসানো হয়। তল্লাশীকালে একটি বাস থামানো হলে দুজন যাত্রী পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করে তাদের ব্যাগ ও ট্রলি ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর