টেকনাফ থেকে ইয়াবার চালান উখিয়ায়: র‍্যাবের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ার পালংখাীতে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হ্নীলা পূর্ব পানখালীর আফসার নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

সূত্র জানায়, ১৩ আগষ্ট বেলা সাড়ে ১১টাকার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান বহনের সংবাদ পেয়ে উখিয়া পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতালের সামনে প্রধান সড়কে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার ধাওয়া করে হ্নীলা পূর্ব পানখালী ঘোনা পাড়ার ফরিদ আলমের পুত্র আফসার উদ্দিন (৩০) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৩ হাজার ৯শ পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর