কক্সবাজার জার্নাল ডটকম •
চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, জি আর পরোয়ানা ভুক্ত এবং নিয়মিত মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, চন্দনাইশ থানা এসআই(নি:) উপন বড়ুয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১২ আগষ্ট ২টা ৪৫ মিনিটের দিকে চন্দনাইশ থানাধীন কাঞ্চানাবাদ ইউপিস্থ কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা এবং ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স, যার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ছ-৭১-৩৬৭৭ সহ সিরাজগঞ্জের ছনগাছা বালিঘুঘুরি ঈমান আলীর পুত্র মোঃ সাগর(২৫) ও আশুলিয়ার ধামসোনার মধুপুর এলাকার মোঃ জমশেরের ছেলে মোরছালিম (২০) কে আটক করা হয়।
অন্যদিকে একই দিন দিবাগত রাতে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভূক্ত আসামী দোহাজারীর জামীরজুরী এলাকার আকাই হোসেনের পুত্র মোঃ হাছান (৩২) এবং নিয়মিত মামলার আসামী চন্দনাইশের দোহাজারি এলাকার নুরুল আলমের পুত্র মোঃ শফিউল আলম(১৯) ও ইছহাক মিয়ার পুত্র মোঃ নুরুল হুদা পারভেজ (২৫) কে গ্রেফতার করা হয়।
এদিকে ইয়াবাসহ আটক যুবকদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা রুজু করা হয় এবং জিআর পরোয়ানা ভুক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-