কক্সবাজার জার্নাল ডেস্ক:
রংপুর বিভাগে করোনায় একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২৭ জনের । এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগে করোনায় মারা যাওয়া ১ হাজার ৭৮ জনের মধ্যে দিনাজপুরের ৩০০ জন, রংপুরের ২৫২ জন, ঠাকুরগাঁওয়ের ২১০ জন, নীলফামারীর ৭৭ জন, পঞ্চগড়ের ৬৬ জন, কুড়িগ্রামের ৫৯ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০১ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের ছয়জন, ঠাকুরগাঁওয়ের ছয়জন, দিনাজপুরের দুইজন ও নীলফামারীর একজন রয়েছেন।
একই সময়ে বিভাগে ২ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের ১৬৯ জন, দিনাজপুরের ৬৪ জন, গাইবান্ধার ৫৮ জন, কুড়িগ্রামের ৪১ জন, ঠাকুরগাঁওয়ের ৩১ জন, পঞ্চগড়ের ২৬ জন, নীলফামারীর ২৩ জন ও লালমনিরহাট জেলার ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-