নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারে ডিবি পরিচয় দিয়ে মোটরসাইকেল জব্দের নামে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার সদরের বাংলাবাজার মুক্তারকূল ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী।
আটকরা হলেন, শাহজাহান (২২) এহসানুল কবির (৩০)। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ‘জেলায় পুলিশের বিভিন্ন শাখা ও পদের পরিচয় দিয়ে কিছু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মোটরসাইকেল জব্দের নামে ছিনতাই করে আসছে।
এমতাবস্থায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বুধবার বাংলাবাজার মুক্তারকূল ব্রীজ এলাকায় একটি সিন্ডিকেট মোটরসাইকেল ছিনতাই করছে।
ওই সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে ডিবির সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই।
মোটারসাইকেল ছিনতাই সংক্রান্ত কক্সবাজার সদর থানায় গত ২৭ মে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। যার বাদী অনুপম কান্তি দে নামের ব্যক্তি।
ডিবির ওসি আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-