ডেস্ক রিপোর্ট •
কক্সবাজারের উখিয়ায় কালোবাজারির ৫ হাজার কেজি চাল সহ একটি মিনিট্রাক ( ডাম্পার ) জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন) সদস্যরা।
ওই সময় ডাম্পার চালক ঈমান শরীফ (২০) কে আটক করা হলেও তিন রোহিঙ্গা সহ ৭ জন পালিয়ে গেছে।
বুধবার সকাল ৭ টায় উপাজেলার মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্পের অধীন ২নং বরইতলা চেকপোষ্ট থেকে এসব উদ্ধার করা হয়।
ধৃত চালক রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া গ্রামের রশিদ আহমদের ছেলে।
পলাতকরা হলেন, কুতুপালং রশিদ আহম্মদের ছেলে আলী আকবর, আমবাগান চেকপোষ্ট এলাকার নুর আলমের ছেলে ফরিদ আলম। তারা সকলেই উখিয়ার বাসিন্দা।
এছাড়া মধুরছড়া ক্যাম্প ৪ এর ব্লক এ/১১ এর আসাদ প্রকাশ আতাউল্ল্যা, ব্লক এ /১০ এর নুরের ছেলে ইয়াকুব ব্লক এ/ ১২ এর নুর সালামের ছেলে আইয়ুব।
এপিবিএন সূত্র জানায়, মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীন ২ নং চেকপোস্টে একটি মালামাল ভর্তি মিনি ট্রাক (ডাম্পার) থামানোর নির্দেশ দেয় এপিবিএন সদস্যরা। তখন অন্যরা পালিয়ে গেলেও চালককে আটক করা হয়।
পরে গাড়ি তল্লাশী করে ১০০ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই চাল রোহিঙ্গাদের ত্র্রান হিসেবে দেয়া হয়েছিল। সেইসব কম মূল্যে সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করে সিন্ডিকেট।
এবিষয়ে এপিবিএন ১৪ এর অধিনায়ক নাইমুল হক বলেন, রোহিঙ্গাদের সহযোগিতায় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রোহিঙ্গা দেয়া ত্রানের মালামাল কালোবাজারে বেচাকেনা করছে। এমনি একটি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, ধৃতকে প্রধান আসামী করে অন্যদের পলাতক আসামী দেখিয়ে উখিয়া থানায় সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-