মহেশখালীতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রয়: ৫০ হাজার টাকা জরিমানা!

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৩ জন ব্যবসায়ীকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রয়ের অপরাধে ৫০ হাজার টাকা জরি মানা করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট)সকালে মহেশখালী উপজেলায় পৃথক ৩টি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

সন্ধ্যায় মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান-মহেশখালী উপজেলার অন্তর্গত বড় মহেশখালী নতুন বাজারে মোবাইল কোর্টের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৩ জন ব্যবসায়ীকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রয়ের অপরাধে ৫০ হাজার টাকা জরি মানা করা হয়েছে।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলার কৃষি অফিসার আমিনুল ইসলাম,উপজেলা ভূমি অফিসের নাজির শিমুল কান্তি দে,অফিস সহায়ক মোঃ জসিম,মহেশখালী থানার এএস আই ইলিয়াস এর নেতৃত্বে পুলিশের একটি ইউনিট।

আরও খবর