টেকনাফ প্রতিনিধি •
টেকনাফের সাবরাংয়ে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে।
সূত্র জানায়, গত ১০ আগষ্ট রাত সাড়ে ১০টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির বড় হাবিব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুল্লাহ ভাতঘরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর আহমদের পুত্র আলী আহমদ (২৬), কচুবনিয়ার মৃত মোঃ আলীর পুত্র খোরশেদ আলম (২৮) এবং উত্তর নয়াপাড়ার মৃত নুর আহমদের পুত্র শহিদুল করিম (২৫) কে আটক করে। এরপর উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ১কেজি ৪শ ৫০গ্রাম গাঁজা উদ্ধার করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃত আসামীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-