রোহিঙ্গা শিবিরে র‍্যাবের অভিযানে এক লাখ বিশ হাজার ইয়াবা উদ্ধার: নারীসহ আটক ২

আবদুল্লাহ আল আজিজ :

কক্সবাজারের উখিয়ায় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার (১১ আগষ্ট) দিবাগত রাত সোয়া একটার দিকে উখিয়ার থাইংখালী – ১৯ নং ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থাইংখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ডি-২ সাব ব্লকের রোহিঙ্গা ফাতেমা খাতুনের ঘরে র‌্যাব-১৫ এর আভিযানিক অভিযান পরিচালনা করে বসতঘরের একপাশে রাখা একটি বস্তা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় নুর মোহাম্মদের স্ত্রী ফাতেমা খাতুন (৩৪) ও আবু ছিদ্দিকের ছেলে জানে আলম (৫২) কে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর