কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজারের উখিয়ায় সৈকত বড়ুয়া (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়া প্রকাশ মধু বৈদ্যের ছেলে। সৈকত পেশায় একজন মাইক্রোবাস চালক।
সোমবার (৯ আগস্ট) সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙিনা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সৈকতের সঙ্গে তার এক দূর-আত্মীয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই আত্মীয় বিবাহিত ও সম্পর্কে চাচী হওয়ায় সৈকতের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। গতকাল রাতে এই বিষয়ে পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে বেরিয়ে পড়েন সৈকত। সকালে তার মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-