রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আটক

এম ফেরদৌস, উখিয়া •


উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড তালিকাভুক্ত শীর্ষ এক সন্ত্রাসীকে আটক করেছে ১৪-এপিবিএন পুলিশের সদস্যরা।

জানা যায় সে, কুতুপালং রেজিস্টার্ড ( এম আর সি ৩৭৫০) রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমেদের ছেলে দেলোয়ার হোসেন (২৫)। তার নামে উখিয়া থানায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

রবিবার (৮ ই জুলাই) রাত ১০ টার সময় ১৪ -এপিবিএন পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ডিমান্ড মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে সন্ত্রাসীকে আটক করতে সাক্ষম হয়।

১৪এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ছিল আটককৃত দেলুয়ার হোসেন।

তাকে গ্রেফতার করার সময় তার সাথে থাকা সহযোগী সন্ত্রাসীরা এপিবিএন পুলিশ সদস্যদের পালটা হামলাও চালায় এ সময় এপিবিএন পুলিশের চার সদস্য আহত হয়।

আরও খবর