ইনানীর গভীর বন থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার!

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বড় ইনানীর লোকালয়ে ঢুকে পড়া ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর(রেলিকুলেটেড পাইথন) সাপকে উদ্ধার করে গারো পাহাড়ের বনে অবমুক্ত করেছে বনকর্মীরা।

শনিবার রাত ৯টায় অজগর সাপটি উদ্ধার করা হয়।

ইনানী বিটের রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু জানান, ইনানীর লামাশিরা এলাকার সিপিজি সদস্যরা অজগর সাপটি দেখতে পেয়ে বনকর্মীদের কাছে খবর দেয়।

পরে শনিবার রাত ৯টায় রেঞ্জের বনকর্মী ও সিপিজি সদস্যদের নিয়ে ২০ কেজি ওজনের ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে রবিবার সকাল ৯টায় ইনানী বিটের সংরক্ষিত গভীর বনাঞ্চলের ভেতর অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান প্রাপ্তবয়স্ক অজগর সাপটি ভারী বর্ষণের কারণে হয়তবা লোকালয়ে আশ্রয়ে চলে আসছিল।

আরও খবর