টেকনাফে খাটের নিচ থেকে বাংলা মদ উদ্ধার: স্বামী-স্ত্রী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ থানা পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে বসত বাড়ীর খাটের নিচ থেকে দুটি বালতির মধ্যে মজুদ রাখা ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে।

এসময় মদ ব্যবসায় জড়িত দুই নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হচ্ছে, টেকনাফ সাবরাং ইউপি খয়রাতি পাড়া এলাকার মৃত কবিরের পুত্র আব্দুল আমিন (৪২), তার স্ত্রী নুর বেগম (৪৫)।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ৭ আগস্ট(শনিবার) দুপুরের দিকে এসআই আব্দুর রব বুলবুলের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক কারবারে জড়িত সাবরাং খয়রাতি পাড়ার আব্দুল আমিনের বসত বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে খাটের নিচে লুকিয়ে রাখা বালতি ভর্তী ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করে এবং মদ ব্যবসায় জড়িত উক্ত বাড়ির মালিক আব্দুল আমিন ও তার স্ত্রী নুর বেগমকে আটক করতে সক্ষম হয়।

আটক দুই মদ ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর