নিখোঁজের ১৬ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর মুমিনুল হক তানভী (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে মাতামুহুরী নদীর মৌলভীরচর পয়েন্ট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তানভী তার খেলার সাথী রাইয়ানকে নিয়ে নদীর চরে খেলতে যায়। খেলা শেষে পা ধুইতে গিয়ে হঠাৎ পা ফসকে নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় মুমিনুল হক তানভী।

নিহত তানভী চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়র্ডের হালাকাকারা মৌলভীরচর এলাকার এহেছানুল হকের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল করিম।

চকরিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, শিশু মুমিনুল হক তানভী নিখোঁজের খবর পেয়ে জাল দিয়ে ওই এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে ব্যর্থ হয়ে নদীর ভাটার দিকে খোঁজ নেয়া হয়।

শনিবার সকাল ৯টার দিকে নিখোঁজস্থলেই ওই শিশুর মরদেহটি ভেসে উঠে। পরে সেটি উদ্ধার করে স্থাণীয় জনতা। এ ঘটনায় নিহতের পরিবাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর