বার্তা পরিবেশক •
সারা দেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় শুরু হয়েছে এ কার্যক্রম। তা চলবে ১২ আগস্ট পর্যন্ত।
শনিবার সকালে করোনা ভ্যাকসিন প্রদানের প্রতিশ্রুতি নিয়ে সূচনা হয় গণটিকাদান কর্মসূচির।
একইদিন দুপুরে করোনার গণটিকাদান কর্মসূচি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সারাদেশের ন্যায় উখিয়া উপজেলায় গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলার প্রত্যেক কেন্দ্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে উদ্বুদ্ধ করতে নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-