কক্সবাজারে করোনায় মারা গেলেন মুজিবুর রহমান

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের বার্মিজ প্রাইমারি স্কুল রোডের বাসিন্দা মুজিবুর রহমান মুজিব (৬৬) আর নেই।

শুক্রবার ৬ আগস্ট রাত ১০ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের ছোট ভাই, বিএনপি নেতা এস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, তাঁর ভাই মুজিবুর রহমান মুজিব করোনা আক্রান্ত ছিলেন। মুজিবুর রহমান মুজিব মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মুজিবুর রহমান মুজিব বার্মিজ স্কুল রোডের হাজী মরহুম শামসুল হকের জ্যেষ্ঠ সন্তান।

জানাজা :

শনিবার ৭ আগস্ট জোহরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে বিশিষ্ট ব্যবসায়ী, কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান জানিয়েছেন।

আরও খবর