কক্সবাজার জার্নাল ডেস্ক:
চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীদের ৯৩ শতাংশের শরীরে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি।
১ থেকে ১৯ জুলাই পর্যন্ত তরুণ থেকে বৃদ্ধ ৩০ রোগীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের একদল গবেষক।
সিভাসুর উপাচার্য প্রফেসর ড.গৌতম বুদ্ধ দাশের তত্ত্বাবধানে পোলট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টার (পিআরটিসি) এর সহযোগিতায় ‘কোভিড-১৯ আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক এ গবেষণায়
মুখ্য গবেষক ছিলেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস। গবেষক ছিলেন সিভাসুর প্রফেসর ড. শারমিন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদিব দাশ, ডা. প্রনেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম ও ডা. তানভীর আহমদ নিজামী।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ৯ জন গবেষকের গবেষণায় এ তথ্য উঠে আসে।
এছাড়া জিনোম সিকোয়েন্সে সহযোগিতা করেন বিসিএসআইআর ল্যাবের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম খান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোরশেদ হাসান সরকার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-