চকরিয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা নিহত

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ইজিবাইকের (টমটম) ধাক্কায় সাফা মারওয়া (৮) নামে এক শিশুকন্যা নিহত হয়েছে।

শুক্রবার (৬ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাস ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফা মারওয়া একই ইউনিয়নের পিয়াজ্যাকাটা গ্রামের মহি উদ্দিনের শিশুকন্যা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, শিশু সাফা মারওয়া শুক্রবার বিকালে তার মা-বাবার সাথে নানার বাড়ি থেকে নিজ ঘরে ফিরছিলেন। গাড়িতে থেকে নেমে খুটাখালী বাস ষ্টেশনের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির ইজিবাইক (টমটম) শিশু মারওয়াকে ধাক্কা দিলে সে সড়কের পাশে ছিটকে পড়ে।

দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় শিশু মারওয়া।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফঁাড়ির উপপরিদর্শক (এস আই) তোফাজ্জল হোসেন বলেন, খুটাখালী বাজারে দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনাত ঘটনাস্থলে যায়।

নিহত শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে  বলেও জানান তিনি।

আরও খবর