উখিয়ায় জঙ্গলে লুকিয়ে রাখা এক লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার!

আবদুল্লাহ আল আজিজ,কক্সবাজার জার্নাল •

উখিয়ায় ফের ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)’র সদস্যরা।

শুক্রবার দুপুর ২ টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) চৌকষ আভিযানিক দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিপুল পরিমান ইয়াবা রাখার গোপন স্থানে হানা দিয়ে ব্যাপক তল্লাশী করে জঙ্গলে লুকিয়ে রাখা ১৬ কার্ট ইয়াবা উদ্ধার করে। যার মধ্যে ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য চার কোটি আশি লক্ষ টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পহেলা জানুয়ারি থেকে এই পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৩ কোটি ৭৫ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ২৭ লাখ ৯১ হাজার ৮শ ২২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৪৭জনকে আটক করা হয়।

আরও খবর