উখিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক: মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারে উখিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও মোটর সাইকেলসহ মাদক কারবারী সিন্ডিকেটের ৪জন সদস্যকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

৪আগষ্ট (বুধবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে র‌্যাব-১৫ আভিযানিক দল উখিয়ার পালংখালী গয়ালমারা হাসপাতালের এলাকায় অভিযান পরিচালনা করলে মাদক কারবারিরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে হোয়াইক্যং চাকমারকুলের সোলতান হাকিমের পুত্র মোক্তার মিয়া (২৩), কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-৭ এর বাসিন্দা সৈয়দ আহমদের পুত্র আব্দুল আমিন (৩২), পালংখালী ঘোনার পাড়ার আলী আকবরের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৫) এবং নলবনিয়ার ইয়াছিনের পুত্র কিশোর অপরাধী আব্দু রকিম প্রকাশ রহিম (১৬) কে একটি মোটর সাইকেলসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

আরও খবর