অনলাইন ডেস্ক •
চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমানা এলাকায় তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে একটি ব্যক্তিগত গাড়ি চলে যাওয়ার সময় চাপা দেয়।
এতে ঘটনাস্থলে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর কনস্টেবল।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দোহাজারী হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম মো. রাব্বি ভূঁইয়া (২৬)। আহত কনস্টেবল হলেন আরাফাত (২৮)। তাঁকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজন দোহাজারী হাইওয়ে পুলিশের সদস্য।
হাইওয়ের পুলিশ কুমিল্লা অঞ্চলের চট্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ বলেন, দোহাজারী হাইওয়ে থানার সামনে পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি করছিল।
কক্সবাজারের দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী নোহা গাড়িচালককে কর্তব্যরত পুলিশ দল থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে গাড়িটি চলে যাওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে কনস্টেবল মোহাম্মদ রাব্বি মারা যান।
আহত হয়েছেন কনস্টেবল আরাফাত। পরে গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-