উখিয়ায় চিহ্নিত দুই মাদক কারবারি র‍্যাবের জালে!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

৪ আগষ্ট (বুধবার) বিকাল ৪টারদিকে পালংখালী বাজার এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

আটককৃত দুই যুবক হলেন, পালংখালী মোছারখোলার মোঃ আলমের পুত্র জাফর আলম (২১) এবং পূর্ব ফারিরবিলের আবু তাহেরের পুত্র মোঃ জুনায়েদ (২১)।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ার প্রাক্কালে একটি পলিথিনের ব্যাগসহ তাদের আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৯ হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর