গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে পুলিশের হাতে আটক হওয়া আসামী ছিনতাই করতে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক কারবারে জড়িত অপরাধীরা।
উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার দায়িত্বরত (ওসি) হাফিজুর রহমান জানান, ৪ জুলাই (বুধবার) দুপুরের দিকে মাদক, অস্ত্র,মামলাসহ ৬ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টেকনাফ সদর ইউপি ছোট হাবিরপাড়া এলাকার হাবিবুর রহমান হাবিব প্রকাশ (মগু)কে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে আসার সময় টেকনাফ সদর ইউনিয়ন ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সৈয়দুল ইসলাম’র নেতৃত্বে,শুক্কুর,রাসেলসহ মাদক কারবারে জড়িত ১০/১৫ জনের একটি দল পুলিশের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আটক আসামীকে ছিনতাই করে নিয়ে যায়।
এদিকে উক্ত ঘটনায় থানা পুলিশের তিন উপপরিদর্শক আহত হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হচ্ছে, এসআই মহি উদ্দিন,
এসআই রফিকুল ইসলাম (রাফি) ও এএসআই নাজির হোসেন।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মৌলভী সৈয়দুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ওসি আরো জানান, সংঘটিত ঘটনার সাথে জড়িত আটক ইউপি সদস্যসহ ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-