চট্টগ্রাম •
চট্টগ্রামের আগ্রাবাদে ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ আগস্ট) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাফিয়া বেগম (৫০), মো. আল আমিন (৪০) এবং মো. মোশারফ হোসেন (৩১)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক্সেস রোডের ফুলকলি রোডের সামনে থেকে মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, পেশায় তিনি সিএনজি চালক। তার আরেক বন্ধু ম্যাক্সিমা চালক মোশাররফ। তাদের বাসায় বুয়ার কাজ করে মাফিয়া। বুয়ার কাজের আড়ালেই সে ইয়াবা বিক্রি করে। পরে তিনজনই ইয়াবা বিক্রি শুরু করে। মাফিয়া বুয়ার কাজের আড়ালে ক্রেতা খুঁজে আর বাকি দুইজন চালক সেজে। তাদের কাছ থেকে মোট ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মো. আল আমিন এবং মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে দুটি করে এবং মাফিয়া বেগমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-