কক্সবাজার জার্নাল ডেস্ক:
আগামী ১০ আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ চলবে। ১১ আগস্ট থেকে শুরু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এদিকে সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ আগস্ট থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। এছাড়া বাসের চালক ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
রেলমন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। তবে এ সময়ে কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যা অনলাইনে কিনতে হবে।
গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এর আগে করোনার সংক্রমণ রোধে সবধরনের অফিস বন্ধ রেখে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আটদিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এরপর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-