আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষ ও দরিদ্র জনগোষ্ঠীকে ভ্যাকসিন সেবার আওয়তায় আনতে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছেন উখিয়ার সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “টিম এইট”।
আগামী ৬ আগষ্ট (শুক্রবার) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মনির মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে।
ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প পরিচালনায় টিম এইটের সেচ্ছাসেবকরা।
টিম এইটের সদস্যরা জানান, প্রযুক্তির বাইরে থাকায় সাধারণ ও দরিদ্র জনগোষ্ঠীকে টিকা নিতে উৎসাহিত করতে আমাদের এ উদ্যোগ। অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন নেয়ার সুযোগ নেই। তাই জনসাধারণের সুবিধার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে। তাই করোনায় আতঙ্কিত না হয়ে ফ্রি-তে রেজিষ্ট্রেশন করেই টিকা গ্রহণের আহ্বান জানান।
আমাদের এ সেবায় ২৫ বছরের উপরের সকলে (যারা এখনো ভ্যাকসিন নেইনি) তারা রেজিষ্ট্রেশন করতে পারবেন তবে সাথে করে নিজের জাতীয় পরিচয় পত্র ও মোবাইল সাথে নিয়ে আসতে হবে।
উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী সাতদিন পর্যন্ত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-